Hukakashi Novel # 2 : 'Ghosh Chowdhurir Ghori'


হুকাকাশি-র দ্বিতীয় উপন্যাস ।। 'ঘোষ চৌধুরীর ঘড়ি'

== এই ব্লগে পোস্ট-করা রচনাংশ বা অলংকরণের কপিরাইট আমাদের নয় । ==
মনোরঞ্জন ভট্টাচার্য মহাশয়ের রচনার সঙ্গে সকলের পরিচয় ঘটানোর উদ্দেশ্যে এগুলি প্রদর্শিত হচ্ছে । কোনও ব্যবসায়িক স্বার্থে নয় ।


'রামধনু'-তে ধারাবাহিকভাবে প্রকাশিত, আশ্বিন ১৩৩৭ থেকে আশ্বিন ১৩৩৮, মোট ১১ টি কিস্তিতে ।
জ্যৈষ্ঠ ১৩৩৮ ও শ্রাবণ ১৩৩৮ সংখ্যায় 'ঘোষ চৌধুরীর ঘড়ি'-র কোন কিস্তি ছাপা হয়নি ।


আবার হুকাকাশি ! আবার ধারাবাহিক উপন্যাস !
প্রথম কাহিনি-র পর মাত্র সাত মাস অপেক্ষা করতে হয়েছিল 'রামধনু'-র পাঠকদের ।

'পদ্মরাগ' থেকে জানা গিয়েছিল :
- হুকাকাশি (কখনও হুকা-কাশি) -র 'বেয়ারা'-র নাম অমৃত
- তাঁর খেলোয়াড়-সাকরেদ রণজিৎ-এর বয়স পঁচিশ-ছাব্বিশ ।
- প্রয়োজনে যুযুৎসু কিম্বা ল্যাসো-র কসরত প্রয়োগ করতে সক্ষম হুকাকাশি ।
- ছদ্মবেশ ধারনেও তিনি সুপটু ।

'ঘোষ চৌধুরীর ঘড়ি'-তে ফাঁস হল আরও কয়েকটি তথ্য :
- কলকাতার ডাফ স্ট্রিটে হুকাকাশি-র বাস ।
- বুদ্ধি খোলে, এই অজুহাতে প্রায়ই তিনি নস্যি নিয়ে থাকেন, হেমেন রায়-এর জয়ন্ত-র মত !
- ছদ্মবেশের সঙ্গে সংগতি রেখে নানা ভাষাও তিনি অবলীলায় বলে থাকেন ।

হুকাকাশি-র দ্বিতীয় কাহিনির পাশাপাশি  
মনোরঞ্জন ভট্টাচার্য 'কষ্টি-পাথর' নামক ধারাবাহিক অনুবাদ-উপন্যাসের কিস্তিও সাজিয়ে চলেন 'রামধনু'-তে ।


From 'Manoranjan Museum' Blog
'ঘোষ চৌধুরীর ঘড়ি'-র সঙ্গে কেউ কেউ স্যর আর্থার কন্যান ডয়েল-এর 'দি অ্যাডভেঞ্চার অফ দ্য সিক্স নেপোলিয়নস' (১৯০৪) গল্পের সাদৃশ্য পেয়েছিলেন ।
সেই প্রসঙ্গে ননীগোপাল মজুমদার রচিত '
আমাদের মনোরঞ্জন' নিবন্ধ ['রামধনু', বৈশাখ ১৩৪৬] থেকে প্রাসঙ্গিক উদ্ধৃতি ।


গ্রন্থবদ্ধ হওয়ার সময় হরিপদ বন্দ্যোপাধ্যায় মহাশয়কে উৎসর্গ করা হয় 'ঘোষ চৌধুরীর ঘড়ি'
From 'Manoranjan Museum' Blog
'ঘোষ চৌধুরীর ঘড়ি' বইয়ের উৎসর্গপত্র ।


বইটির প্রচ্ছদ দেখবার সুযোগ হয়নি । ভিতরে 'রামধনু'-র অলংকরণগুলিই স্থান পায় । গোড়ায় একটি নতুন চিত্র ।
From 'Manoranjan Museum' Blog
'ঘোষ চৌধুরীর ঘড়ি' বই থেকে ।


'রামধনু' থেকে 'ঘোষ চৌধুরীর ঘড়ি'-র প্রথম প্রকাশিত অলংকরণসমূহ প্রদর্শিত হচ্ছে 'নোঞ্জ মিজি'-এ ।
বিশেষভাবে উল্লিখিত না হলে এগুলির শিল্পী ফণীভূষণ গুপ্ত মহাশয় বলে ধরতে হবে ।


From 'Manoranjan Museum' Blog
'ঘোষ চৌধুরীর ঘড়ি', কিস্তি # , 'রামধনু', আশ্বিন ১৩৩৭ [বর্ষ ৩ সংখ্যা ৯]
প্রথম কিস্তির প্রথম পৃষ্ঠা ।
গোড়াতেই হুকাকাশি-র বাসস্থানের উল্লেখ ।


From 'Manoranjan Museum' Blog
শিল্পী ।। অজ্ঞাত ।


From 'Manoranjan Museum' Blog
শিল্পী ।। অজ্ঞাত ।


From 'Manoranjan Museum' Blog
শিল্পী ।। বি রায় [বলাইবন্ধু রায় ?]


From 'Manoranjan Museum' Blog
শিল্পী ।। বি রায় [বলাইবন্ধু রায় ?]


From 'Manoranjan Museum' Blog
শিল্পী ।। অজ্ঞাত ।


From 'Manoranjan Museum' Blog
'ঘোষ চৌধুরীর ঘড়ি', কিস্তি # , 'রামধনু', মাঘ ১৩৩৭ ।
 মাত্র একবারই 'পূর্বকথা' সংযোজিত হয় এই ধারাবাহিক উপন্যাসে - ১ ।


From 'Manoranjan Museum' Blog
'ঘোষ চৌধুরীর ঘড়ি', কিস্তি # , 'রামধনু', মাঘ ১৩৩৭ ।
 মাত্র একবারই 'পূর্বকথা' সংযোজিত হয় এই ধারাবাহিক উপন্যাসে - ২ ।


From 'Manoranjan Museum' Blog


From 'Manoranjan Museum' Blog
হাত-পা বাঁধা অবস্থায় হুকাকাশি
'ঘোষ চৌধুরীর ঘড়ি', কিস্তি # , 'রামধনু', ফাল্গুন ১৩৩৭ ।
শিল্পী ।। অজ্ঞাত ।


From 'Manoranjan Museum' Blog
ছদ্মবেশী হুকাকাশিরণজিৎ
শিল্পী ।। ফণীভূষণ গুপ্ত ।

From 'Manoranjan Museum' Blog
ছদ্মবেশী হুকাকাশি এবং বিরূপাক্ষ বাবু-র অবাঙালি পরিচারক ।
শিল্পী ।। ফণীভূষণ গুপ্ত ।

From 'Manoranjan Museum' Blog
শিল্পী ।। অজ্ঞাত ।


From the 'Manoranjan Museum' blog
শিল্পী ।। অজ্ঞাত ।


From 'Manoranjan Museum' Blog
'ঘোষ চৌধুরীর ঘড়ি', কিস্তি # ১১, 'রামধনু', ভাদ্র ১৩৩৮ [ বর্ষ ৪ সংখ্যা ৯] ।
শেষ কিস্তির শেষ পৃষ্ঠা ।

1 comment:

  1. কাল রাতে ছোটোদের অমনিবাস নিয়ে একটা পোস্ট দিতে গিয়ে মনোরঞ্জন মিউজিয়ামে আরেকবার ঘুরে আসার ইচ্ছে হল। আজ সকালে তাই একবার ঘুরে বেড়াচ্ছি। আপনার এই সংগ্রহের জন্য কোনো প্রশ্নগসাই যথেষ্ট নয়।

    ReplyDelete