Trivia - Birth of Hukakashi


বিবিধ ।। হুকাকাশি-র জন্ম কথা

== এই ব্লগে পোস্ট-করা রচনাংশ বা অলংকরণের কপিরাইট আমাদের নয় । ==
মনোরঞ্জন ভট্টাচার্য মহাশয়ের রচনার সঙ্গে সকলের পরিচয় ঘটানোর উদ্দেশ্যে এগুলি প্রদর্শিত হচ্ছে । কোনও ব্যবসায়িক স্বার্থে নয় ।


১৯২৮ । ছোটদের গোয়েন্দা-কাহিনির আদি যুগ চলছে । 
হেনকালে হুকাকাশি-র মত বিচিত্র চরিত্রের কল্পনা কীভাবে করলেন মনোরঞ্জন ভট্টাচার্য ?

ননীগোপাল মজুমদার রচিত 'আমাদের মনোরঞ্জন' নিবন্ধ ('রামধনু', বৈশাখ ১৩৪৬) থেকে মনে হয় নামটাই প্রথম লেখকের মনে আসে ।
তার সঙ্গে সংগতি রাখতে গোয়েন্দাকে জাপানি বনে যেতে হয় !


From 'Manoranjan Museum' Blog
ননীগোপাল মজুমদার রচিত 'আমাদের মনোরঞ্জন' নিবন্ধ থেকে ।
'রামধনু', বৈশাখ ১৩৪৬ ।


প্রসঙ্গত, হুকাকাশি-র ভায়রা-ভাই, শিবরাম চক্রবর্তী সৃষ্ট কল্কেকাশি কিন্তু জাপান নয়, কোরিয়া-র অধিবাসি ।

 [পাশাপাশি দ্রষ্টব্য 'মনোরঞ্জন-স্মৃতি' ।]

No comments:

Post a Comment