Manoranjan Bhattacharya (1903 - 1939)


মনোরঞ্জন ভট্টাচার্য (১৯০৩ - ১৯৩৯) 

== এই ব্লগে পোস্ট-করা রচনাংশ বা অলংকরণের কপিরাইট আমাদের নয় । ==
মনোরঞ্জন ভট্টাচার্য মহাশয়ের রচনার সঙ্গে সকলের পরিচয় ঘটানোর উদ্দেশ্যে এগুলি প্রদর্শিত হচ্ছে । কোনও ব্যবসায়িক স্বার্থে নয় ।


From 'Manoranjan Museum' Blog
মনোরঞ্জন ভট্টাচার্য (১৯০৩ - ১৯৩৯) ।


জন্ম ফরিদপুরে । ২৭ শে কার্ত্তিক ১৩১০
হিন্দু স্কুল-এর ছাত্র ।
পরে প্রেসিডেন্সি কলেজ থেকে অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞানে প্রথম শ্রেণীতে প্রথম ।
রিপণ কলেজে অধ্যাপনা করেন মনোরঞ্জন ভট্টাচার্য, এম.এ., বি.এল. ।
পিতা বিশ্বেশ্বর প্রতিষ্ঠিত 'রামধনু' পত্রিকার প্রথম সংখ্যা (১৯২৮) থেকেই কিশোরদের জন্য নিয়মিত লেখালেখি ।
তৃতীয় বর্ষ থেকে আমৃত্যু এর সম্পাদক

From 'Manoranjan Museum' Blog
'রামধনু', ৩য় বর্ষ  । সম্পাদক - মনোরঞ্জন ভট্টাচার্য

মনোরঞ্জন ভট্টাচার্য-র বইয়ের বিজ্ঞাপন ।


ছোটদের গোয়েন্দা-কাহিনির সেই আদি যুগে, রগরগে রোমাঞ্চের রাস্তা এড়ালেন মনোরঞ্জন
তাঁর জাপানি রহস্যভেদী হুকাকাশি-র ভক্ত ছিলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, প্রেমেন্দ্র মিত্র, সত্যজিৎ রায়-এর মত পাঠক । 
[দ্রষ্টব্য 'মনোরঞ্জন-স্মৃতি ৩']

'হাস্য ও রহস্য', 'চায়ের ধোঁয়া', 'এপ্রিলস্য প্রথম দিবসে' (শিবরাম চক্রবর্তী-র সঙ্গে) গ্রন্থে সংকলিত হয়েছে  
'রামধনু' প্রভৃতি পত্রিকায় ছিটিয়ে থাকা তাঁর সরস গল্পসমূহ ।
'নূতন পুরাণ'-এ মহাকাব্যের মহারথীগণ অভিনব ঢঙে হাজির । 

পরে হুকাকাশি-র তিনটি বড় ও পাঁচটি ছোট কাহিনি, অনূদিত উপন্যাস, নাটক, কয়েকটি কবিতা সহ এগুলি একত্রিত হয় 'ছোটদের অমনিবাস'-এ ।
তবে বেশ কিছু গল্প, পদ্য এবং যাবতীয় প্রবন্ধ সম্ভবত এখনও অগ্রন্থিত

From 'Manoranjan Museum' Blog
মনোরঞ্জন ভট্টাচার্য-র সম্পাদনায় 'রামধনু'-র শেষ সংখ্যা ।
এই মাঘ ১৩৪৫
-এই তাঁর প্রয়াণ ।
মূল প্রচ্ছদটি রঙিন ছিল ।



২১ শে মাঘ ১৩৪৫
প্রয়াত হলেন মনোরঞ্জন
 
'রামধনু' সম্পাদনার দায়িত্ব গ্রহণ করলেন অনুজ ক্ষিতীন্দ্রনারায়ণ ভট্টাচার্য

ফাল্গুন ১৩৪৫ । প্রাক্তন সম্পাদককে প্রণাম জানিয়ে প্রকাশিত হল 'রামধনু'-'স্মৃতির পূজা' সংখ্যা ।
 

আয়োজিত হল 'মনোরঞ্জন চিরস্মৃতি পুরস্কার-প্রতিযোগিতা' :
From 'Manoranjan Museum' Blog
'মনোরঞ্জন চিরস্মৃতি পুরস্কার-প্রতিযোগিতা'
'রামধনু', কার্ত্তিক ১৩৪৬ সংখ্যা থেকে বিজ্ঞপ্তি ।



'নোঞ্জ মিজি'-এ প্রদর্শিত হচ্ছে 'রামধনু' ও অন্যান্য পত্রিকা থেকে মনোরঞ্জন ভট্টাচার্য-র রচনার সচিত্র প্রথম প্রকাশিত রূপ ।
 
[তথ্যসূত্র ।। 'সংসদ বাঙালি চরিতাভিধান', প্রথম খণ্ড ও অন্যান্য গ্রন্থ] 

No comments:

Post a Comment