Thank You !


কৈফিয়ত ও কৃতজ্ঞতা স্বীকার

== এই ব্লগে পোস্ট-করা রচনাংশ বা অলংকরণের কপিরাইট আমাদের নয় । ==
মনোরঞ্জন ভট্টাচার্য মহাশয়ের রচনার সঙ্গে সকলের পরিচয় ঘটানোর উদ্দেশ্যে এগুলি প্রদর্শিত হচ্ছে । কোনও ব্যবসায়িক স্বার্থে নয় ।



ছিল ফেসবুক গ্রুপ নিল এই ব্লগ রূপ ।
From 'Manoranjan Museum' Blog
ফেসবুক গ্রুপের কভার-চিত্র :
https://www.facebook.com/groups/manoranjan.museum/



৩০ শে আগস্ট ২০১৫

ইন্টারনেটে সংরক্ষিত রামধনুপুঁজি করে ফেসবুক-এ নোঞ্জ মিজিগ্রুপ গঠন করা গেল ।

উদ্দেশ্য, পত্রিকার হারানো পৃষ্ঠা থেকে মনোরঞ্জন ভট্টাচার্য মহাশয়ের রচনার প্রথম প্রকাশিত রূপ ও অলংকরণ সাজানো ।

ইতিপূর্বে প্রেমেন্দ্র মিত্র মহাশয়ের ঘনশ্যাম দাস-কে ঘিরে
ঘনাদা গ্যালারি’ (http://ghanada.wix.com/ghanada-gallery) 
নামক অনুরূপ একটি ওয়েবসাইট করা গিয়েছিল ।

নোঞ্জ মিজি’-এর শূন্যস্থানগুলো ভরতে আর তথ্য-পরামর্শ দিয়ে সমৃদ্ধ করতে স্বেচ্ছায় উদ্যোগী হলেন :
শ্রী সোমনাথ দাশগুপ্ত . 
শ্রী দেবাশিস গুপ্ত
শ্রী অনীশ দেব .  
শ্রী অর্ণব দাস
শ্রী সন্তু বাগ
শ্রী শিশির বিশ্বাস
শ্রী দেবাশিস মুখোপাধ্যায় .  
শ্রী সুরজিৎ দাস  
সহ বহু ফেসবুক-বন্ধু ।

==========================================================================

লা জানুয়ারি ২০১৬

নোঞ্জ মিজিব্লগোদ্ঘাটনের ক্ষণে এঁদের সবার প্রতি ঋণ স্বীকার করছি ।
আপনাদের উৎসাহেই এই অকিঞ্চিৎকর কাজকে একটি আপাত-স্থায়ী চেহারা দেওয়ার অক্ষম চেষ্টা ।

নোঞ্জ মিজিব্লগে রইল গুচ্ছের গলদ । 

মনোরঞ্জন ভট্টাচার্য-গ্রন্থসমূহের আদি প্রচ্ছদ-অলংকরণ কিছুই প্রদর্শিত হল না ।
জানানো গেল না সম্পাদকআরনিখিল বঙ্গ জীবনী সঙ্ঘগল্পদ্বয়ের প্রথম প্রকাশ তথ্য । 
মনোরঞ্জন-রচনার কোন প্রামাণ্য তালিকাও প্রস্তুত করতে আমরা ব্যর্থ । 
প্রদর্শিত প্রাচীন ফটোগুলির মান রীতিমত খারাপ ।
গবেষণার গন্ধ, বিশ্লেষণের লেশ এই ব্লগে গরহাজির ।
বিশ্রী বিন্যাস, বিচিত্র বানান, বিদঘুটে বাংলার প্রসঙ্গ বাদই দিলাম ।

সব জেনেশুনে কেন এমন বিকলাঙ্গ বিকৃত ব্লগ বানানো ?

আমা-হেন অশিক্ষিত অলসকে সরিয়ে যোগ্য গবেষকগণ যাতে অনুপ্রাণিত হন এই ধরনের কাজে অগ্রসর হতে ।
বাংলা শিশু-কিশোর সাহিত্যের স্রষ্টা ও চিরকালীন চরিত্রদের নিয়ে তাঁরা গড়ে তুলুন দৃষ্টিনন্দন পূর্ণাঙ্গ ব্লগ / ওয়েবসাইট ।

সেদিন নোঞ্জ মিজিবা ঘনাদা গ্যালারি’-র মত হাস্যকর প্রয়াস ই-ডাস্টবিনে বিলীন হবে ।

ব্যাস । ব্লগাড়ম্বর বন্ধ । বিদায় ।

No comments:

Post a Comment